চোট এক শহরের পাশে চিল এক বড় লোকের বাসা তার চিল এক ছেলে ।ক্লাস সেবেনে পড়ত এবং সে প্রতি দিন শহরের এক দরিদ্র আলু বিক্রয়তার কাছে বসত তারা দু জনের মধ্য অনেক আত্মীয়তার সরম্পক বোধ হত ।একদিন সে বড় লোক কিছু আলু কিনে আনলেন এবং আলু বিক্রয়তার সাথে নিজের ছেলেকে দেখে বাসায় এসে বলেন তুমি এই আলু বিক্রয়তার সাথে মিশবে না ।ছেলে: কেন বাবা? বাবা: দেখ ও হল চোট লোক আমাদের মত ও র টাকা নেই উছু দালান নেই সর্ণ অলন্কার কিছু নেই তোমি কেন ওর সাথে মিশবে ?ছেলে: বাবা টাকা নেই সর্ণ নেই কী হয়েছে ওরতো আলু আছে বাবা :আলু তাকলে কী হবে?ছেলে :আলু তাকলে তো হবে বাবা কারন বাসায় এখন আলু রান্না হছ্ছে পারবেন কী বাবা আপনার টাকা রান্না করতে সর্ণ রান্না করে জীবন বাচাতে ?পারবেন না .যে এত কষ্ট করে আলু চাষ করে আমাদের খাবার উপযোগি করে করে দিল সর্ণ দেয়ার প্রয়োজন নেই তারে কী একটু ভালবাসা জাবেনা বাবা?বাবা :আমার কাছে আয় বাবা এত সুন্দর কথা বলে আমি আর এরকম বলবো না আমি তখে এরকম সুশিক্ষায় শিক্ষিত করতে চাই ।সব শিক্ষার্থী এ রকম হতে হবে দেশ ও জাতি প্রতি তাকতে হবে ভালবাসা ।এই লিখা কোন সত্য গঠনা নয় আমার নিজের তৈরী বুল হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন.